বসন্তের আঁচলেতে শত ফুল বাঁধা।
ফাগুনের আকাশেতে চাঁদ খানা আধা।
নেচে নেচে ছুটে যায় নুপূরের ধ্বনি।
হলুদ গাঁদার ফুলে মনে হয়  রানী।
জোছনা ফাগুন রাত মোর খুব প্রিয়।
বাকি আর সব খুশি বালা আজ নিও।
আর নেবে পলাশের ঝরে থাকা লাল।
তার রঙে রঙ নিয়ে রাঙা কোরো গাল।


দিনু কিছু ফুল তারে সুন্দরী রূপসী।
ভাগ করে দিয়ে এসো মুখে রেখো হাসি।
ভোলা হাওয়ার বুকে একখানি দেয়।
ফাগুনকে কিছু দিয়ে জোছনা ভরায়।
কিছু ফুল ঝরে গেল তার নিজ গায়।
পলাশের হাতে দিয়ে খুশিতে সে ধায়।