ওমা কাকে করলি বিয়ে লাজে মরে যাই।
ওযে খুব খারাপ ছেলে পাড়ায় বলে তাই।


কালো চোখ গৌরবর্ণ ড্রেসের বাহার নাই।
নেলপলিস লিপস্টিক তোকে দেবে নায়।
কেমনে যাবি বিয়ের বাড়ি চিন্তা ওর নাই।
ওযে খুব খারাপ ছেলে পাড়ায় বলে তাই।


একমাত্র বিটি তুই মোদের অভাব নাই।
কোন জাদুতে ভুলালো তোরে পয়সা বেশী নাই।
সবাইকে সে ফেলেছে গিলে কুলে কেউ নাই।
ওযে খুব খারাপ ছেলে পাড়ায় বলে তাই।


ঘাটের ধারে একা বসে ছবি এঁকে যায়।
পান্তা ভাতে পুঁটিমাছ ভাজা করে খায়।
পিৎজা বার্গার তন্দুরী সব খেতে নাহি চায়।
ওযে খুব খারাপ ছেলে পাড়ায় বলে তাই।


তোর বাপের গাড়িখান নিতে নাহি চায়।
সাইকেলেতে বুকের কাছে তোকে নিয়ে বেড়ায়।
বড়লোক শশুড় বাড়িতে কিছু নাহি চায়।
ওযে খুব খারাপ ছেলে পাড়ায় বলে তাই।


কোনো কিছুর বিনিময়ে তোকে ছাড়ে নাই।
গোলাপ ঘেরা ছোট্ট ঘর ছাড়তে নাহি চায়।
তোর বাবার মস্ত দালান নিতে নাহি  চায়।
ওযে খুব খারাপ ছেলে পাড়ায় বলে তাই।


হোয়াটস আপ ছেড়ে দিয়ে চিঠি লিখে যায়।
বিয়ার হুইস্কি শ্যাম্পেন সব চোখে দেখে নাই।
বাঁশির ধুন শোনে তবু ডিস্কোতে না যায়।
ওযে খুব খারাপ ছেলে পাড়ায় বলে তাই।


দুনিয়াটা তার বড্ড ছোটা তোকে ঘিরে তাই।
হায়রে আমি ভাগ্য করে পেলাম এই জামাই।
ওমা আমি কেঁদে মরি হবে কি উপায়।
ওযে খুব খারাপ ছেলে পাড়ায় বলে তাই।