কবিতার পাখাগুলো   বড়ই স্বাধীন।
লোহার শিকলে তারে বাঁধাযে কঠিন।
যেথা খুশি যায় উড়ে নিজমন মতো।
গায়ে তার ফুটে আছে পুষ্প শতশত।
কভু ঘোর প্রতিবাদে চোখ করে লাল।
কখনোবা ফুঁসে রাগে হয় বেসামাল।
খুশি বুঝি প্রেম মেখে হাবুডুবু খায়।
অঞ্চল ওড়ায় তার দখিনের বায়।


কবিতার মাঝে গাঁথা নিখিলের ব্যথা।
হাসি আর কান্না মোড়া শতশত কথা।
তার মতো আপনার নেইতো আমার।
মোর শত কল্পনার রূপ দেয়  তার।
শত মূক ভাষাদের তুলে নেয় ভার।
সকলের তরে খোলা দুয়ার তাহার।