খুঁজে চলি দিনভর,  দেবতা মন্দির।
যদি তব পাই দেখা, তৃষ্ণার্ত গভীর।
যখন যে বলে ছুটি, পাই নাতো দেখা।
ঠিকানাটা খুঁজে যাই, সব পথে একা।
কারা বুঝি যায় বলে, দেখা আজ দেবে।
ওই রথমেলা মাঝে অপেক্ষায় রবে।
অগুণিত লোক মাঝে, খুঁজে আমি যাই।
ক্লান্ত হয়ে ঝুকে পরে, শুধু আমি ধাই।


আশা ভঙ্গ হৃদে মোর, চোখ দুটো ভরে।
অসহ্য বেদন জ্বালা বুকে চেপে ধরে।
ধুলায় লুটাই কেঁদে, বৃথা সব আশা।
অচেতন হয়ে পরি, মুখে গেল ভাষা।
স্বপ্নে এক দীপ্তিমান জল দেয় হাতে।
বলে সেও প্রতীক্ষায় ছিল তার সাথে।