কোটি নারায়ণ মণি, তুমি দিলে শিক্ষা।
বিশ্ব সভা জেগে ওঠে সত্য প্রেমে দীক্ষা।
ছড়ালে জ্ঞানের আলো, জয়তু চিন্ময়।
তোমার শঙ্খ নিনাদ ঐ অনন্তময়।
চন্দন কুসুমে ভরা, দীপখানি হাতে।
প্রেমে ভরালে পৃথিবী, শান্তি ন্যায় সাথে।
শ্যামল নবীন বোধি পরশে বসুধা।
বৈরাগী পুরুষোত্তম  তুমি চির সুধা।


মর্মে জাগা ব্যথা ছিল, পীড়িতের লাগি।
হানিলে আঘাত রুক্ষে, চিরকাল জাগি।
শান্তি স্বস্তি ওঁ মাঝারে, ধ্যান মগ্ন শিব।
পতিতপাবন তুমি, আঁধারে প্রদীপ।
মরণে তুমি অক্ষয়, নম শঙ্খ সুর।
প্রেম ভক্তি ভালোবাসা, আলোয় মেদুর।