আকাশের সব রঙ, ছিল ক্যানভাসে!
মেঘ গুলো পাল তুলে যেতো সাথে ভেসে।
সারা রাত ধরে তাতে, জোনাকি খেলতো,
হিম রাতে সাদা চাঁদ গুটিয়ে বসতো।
ক্যানভাস ভরে ছিল রঙ শুধু রঙ!
প্রজাপতি সেজেছিল নিয়ে হাজার ঢং!
প্রেম ঢালা রঙ  ছিল, ভালোবাসা তুলি।
দ্য ভিঞ্চির ছবি তাই, ঈর্ষা চোখ গুলি।


একদা ঝড়ের মেঘ, বয়ে গেল তাতে।
ধুয়ে গেল ক্যানভাস, কঠিন আঘাতে!
ক্যানভাস জুড়ে শুধু প্রলয়ের চিহ্ন।
অসুর করেছে বুঝি সব ছিন্ন ভিন্ন!
ক্যানভাস ধুই আজ, সাদা কালো দিয়ে।
রঙগুলো চুরি করে, সব গেছে নিয়ে।