যাযাবর তাঁবু পাতে, খেয়া ঘাট ধারে।
সহসা একদা তারা, তীরে এসে ভিড়ে।
তাদের ঐ ঘরে  ছিল, অষ্টাদশী মেয়ে।
রোজ খেয়া ঘাটে এসে, বসতো সে নায়ে।
একদা নায়ের মাঝি,  শুধায় তাহারে।
কোথা তব ঘরখানি, নাম বলো মোরে।
সেই কন্যা বলে তারে, নাম তার নাই।
শিকড় ছেঁড়া পথিক, কোথা নেই ঠাঁই।


যুবক কহিল মোরা, সব যাযাবর!
কাজ তব সাঙ্গ হলে ফেলে যাই ঘর!
এসোনা দুজনে মোরা বাঁধি সুখে  ঘর।
বাঁচবো তোমার লাগি, হবোনাকো পর।
একদা জোয়ার রাতে, তাঁবু গেল ভেসে!
অনন্তের মাঝে কন্যা গেল কোন দেশে!