পুতুল ভেঙেছে তাই কান্না বুঝি আসে।
গোপোন কথা বলবো, চুপ কর হেসে।  
মোর এক গুপ্তধন, দেবো তোরে আয়।
চিলেকোঠা ঘরে তাই, মা ও মেয়ে যাই।
ধুলোর মাঝে দাঁড়িয়ে, পুতুলটা ওই,
কাটতো নিয়ে খেলায়, খুব করে হৈচৈ।
বায়না সব শুনতো, পাথর চোখেতে!
যেমন খুশি শাসন, নিতো ঘাড় পেতে!


চোখে ভাসে ছেলেবেলা, তাকে ঘিরে দেখি!
স্মৃতি মোড়া সেই দিন, সাবধানে রাখি।
চুপিসারে এসে আমি, কভু দেখে যাই।
কাউকে তাই বলিনি, বুঝি হেসে চায়।
ও স্মৃতির গুপ্তধন, কর যত্নে খেলা।
আদর তারে করিস, করবিনা হেলা।