এই কলম হউক, মোর পরিচয়।
বিচলিত নাহি করে, দুর্যোগের ভয়।
চোখে প্রত্যয়ের শিখা এখনো নেভেনি,
হৃদয়ের দৃঢ় আশা, এখনো থামেনি।
শান্তনা  চাইনা কভূ, দুখের তিমিরে।
হাসি শুধু লেগে থাক, ব্যথার নিবীড়ে।
বঞ্চনার  মাঝে তবু, না করি সংশয়।
ভার একা নেবো পথে, রইবো অক্ষয়।


প্রভু শুধু সাথে থেকো, আধারের পথে!
হাজার বছর ধরে রেখো হাত হাতে!
জ্ঞানের আলোর দীপ তোমার পরশে!
জ্বালিয়ে যাব হেথায় মনের হরষে!
সবার তরেতে প্রাণ,  রবে এই পণ।
দিকভ্রষ্ট নাহি হয়, যাপিত জীবন।