সন্ধ্যার প্রথম তারা, তখন আবেশে!
বুলেটের রক্ত ভেজা, ভাষা জয়ে ভেসে!
বাতাসে বারুদ গন্ধ কাঁচা স্মৃতিখানি!
চমকানো নিশা শশী, ভুলেনিতো জানি!
বাসি রক্ত পার হয়ে,এলো স্বপ্ন ভোর!
কবিতা ফিরলো ছন্দে, চোখে তবু ঘোর!
কূজন ভোলা পাখিরা, ফিরলো বাসায়...
মা ফিরলো শূন্য ঘরে,অর্জিত ভাষায়।


অতীতটা স্তব্ধ শোকে, চোখে জয় জ্বলে!
মাতৃ ঋণ শোধ দিয়ে, রামধনু তলে!
কি সোনা সমাজ মাঝে দিয়ে তারা গেলো
যুগ যুগান্ত চমকে, জয়ে সিদ্ধ হলো!
শ্মশান কবর ধন্য বুক দিয়ে ঢাকে!
মায়ার বাঁধনগুলো শক্ত করে আঁকে!