ঝরা পাতাকে বলে ফাগুন
   কিছুকাল আরো রও,
আরো কিছুক্ষণ মোদের মাঝে
   স্পন্দন রেখে যাও।


ঝরা পাতা হেসে কয়
   পিছে নাহি ডাকো,
চিরকালের এইতো নিয়ম
   বুঝি জানো নাকো?


যাবে জরা আসবে নতুন
   মোদের ধরার মাঝে,
ক্ষণিকের অতিথি মোরা
   চির সত্য এযে।


আমার যাবার সময় এলো
   নতুনকে করো আরতি,
হাসি মুখে দাও বিদায়
   নয় কোনো বিরতি।


নতুনের তরে খুলতে হবে
   এই পৃথিবীর দ্বার,
জরা জীর্ণতে বারে জঞ্জাল
   বাড়বে পৃথিবীর ভার।


বাজাও শঙ্খ নতুনের  তরে
   আগমনী গান গাও,
আনন্দে দেখো ছুটছে বাতাস
   নতুন খুশিতে ভরাও।


টাঙাও দোলনা ফুলহারে
   নতুনকে করো নিমন্ত্রণ,
আশির্বাদ দাও প্রার্থনা কর
   ভরুক সবাকার মন।


আসবে দুঃখ আসবে মৃত্যু
   কালের চাকার তলে,
নতুন আলপনা হৃদয়ে আঁকো
   সত্য তাইই বলে।


নতুন আসুক সবুজ মেখে
   নতুন করবে আবিষ্কার,
পৃথিবী চলবে ছন্দে ছন্দে
   পুরোনোযে শুধুই ভার!


দুঃখ কোরোনা ফাগুন বাতাস
    আমরা তবে যাই...
পৃথিবীতে সবাই দুদিনের তরে
   চিরকাল কেউতো নয়।


চিরকাল রবে নিজের সৃষ্টি
   নতুনকে দিয়ে দাও,
চলে গেলেও তোমার কর্মে
    চির অক্ষয় রও।


ঝরা পাতার সোনালী স্মৃতি
   পৃথিবীতে এঁকে যায়,
নতুন অতিথির কলকাকলি
   চারধার শুধু ভরায়।