বৃষ্টিদানা ঘুম  চোখে, মেঘেতে ঐ ভাসে।
চাতক পাখির ডাকে, চক্ষু মেলে হাসে।
মনের মাঝে গাইছে,  মেঘমল্লা সুর।
ভাল্লাগেনা কোনো কাজ, উদাস দুপুর।
বেণুবন মেতে ওঠে, প্রতি শাখে শাখে।
বিদ্যুতের ঝলকানি, দুরু দুরু বুকে।
লুকানো মনের ব্যথা, চোখেতে আঁকছে।
বৃষ্টির আঁচল খানা, আদরে ঢাকছে।


নিঃসঙ্গতার বরিষ, আগুন জ্বালায়।
নোনা জলে ভরে তবু, নেভে নাতো হায়।
লুকোচুরি করে স্মৃতি, মেঘেদের সনে।
ছেঁড়া পাপড়িগুলো, কষ্ট শুধু জানে।
আঁধার তমসা বুঝি, নামে ধীরে চুপে।
বৃষ্টির মধুর দানা, মনে নানা রূপে।