বিভূতি সর্বাঙ্গে শোভে, জটাজুট মাথে।
ত্রিনয়নধারী তব, অর্ধ চন্দ্র সাথে।
নীলকণ্ঠ রূপ ধরে, জগতে প্রসিদ্ধ।
ভয়ঙ্কর মূর্তি তার, দৈত্য হয় জব্দ।
নন্দি পৌরাণিক ষাঁড়, গবাদি বাহন।
ভূত অনুচর সাথে, নাম তার গণ।
ডমরু শোভিত হাতে রূপ নটরাজ,
তাণ্ডব ও লাস্য নৃত্যে, ধ্বংস সৃষ্টি সাজ।


মৃত্যুঞ্জয় হয়ে তব, প্রাণ দান করে।
গঙ্গা বেঁধে রেখে দেয় ,জটার উপরে।
গলায় বাসুকী নাগ, ত্রিশূল বাহিত।
ব্যাঘ্রচর্ম পরিধেয়, যোগী ধ্যানরত।
মহাদেব,ভব, শর্ভ, রুদ্র,পশুপতি,
উগ্র, ভীম ও ঈশান তার অষ্টমূর্তি।।