কবিতা নিঝুম রাতে, আসে সিঁড়ি বেয়ে।
দ্বারে টোকা দিয়ে বলে, কে আছোগো চেয়ে!
নূপুরের সুর ধ্বনি, ছন্দে তালে বাজে!
আবেশ ছড়ায় মনে,  মায়াবিনী সাজে!
শব্দের তরঙ্গ সব, ঢেউ তুলে ধায়!
প্রাণের উপর এসে, শুধু আছড়ায়!
লুকানো ঘুমের পরী, থমকে দাঁড়ায়!
কি জাদু বুলিয়ে দিয়ে, তাকে সে ভরায়!


দিক ভ্রষ্ট কবি যেন, বনলতা পায়!
হাজার বছর ধরে, প্রতীক্ষায় রয়!
নিশি রাতে বাঁকা চাঁদ, বুঝি পার হয়!
কবিতার চোখ জুড়ে, জোছনা ছড়ায়!
কবিতার খেয়াখানি, মেঘ ঘাটে ছোঁয়!
তারাদের ফুল মাঝে, রাত জেগে রয়।