নতুন বছর আসে, জীর্ণ জরা ফেলে।
চার দিকে সুর বীন, উড়ে পাখা মেলে।
আকাশের সব নীল, মাতামাতি করে।
সূর্যের খুশি কিরণ, হাসি হয়ে ঝরে।
নতুনের সব রঙ, পৃথিবীতে লাগে।
আঁধারের বুকে রঙ, জোছনায় জাগে।
নব কিশলয় ভরে, যায় শুষ্ক রূপ।
শহীদ মায়ের বুকে, দুখ রয় চুপ।


গরীবের নয়া সালে, যায় আসে কিছু?
জ্বালায় অভাব ঘরে, নেয় শুধু পিছু।
ক্ষুধা পেটে কাঁদে শিশু, জ্বলে যায় বুক।
অভাগীরা হেরে যায়, বেচে দেয় সুখ।
তবু আগমনী বাজে, নতুনের তরে।
সেই চির সত্য বাণী, নিখিলের পরে।