পতাকার চোখ খুঁজে, নিস্তব্ধ আঁধারে!
যে তার পরম প্রিয়, চলে গেছে দূরে।
মুষ্টিবদ্ধ হাত তার, সন্ধ্যা তারা চোখে!
আগুন বাইতো বক্ষে, ছুঁয়ে প্রেম তাকে!
মিছিলের আগে ছিল, উত্তাল সমুদ্রে!
জ্যোতির্ময় তেজমান, উল্কা রাখা হৃদে!
আকাশের নীলগুলো, ঝরে যেত পায়!
পতাকার আবেদন, কোথা তারে পায়।


বলোগো প্রভাত আলো, নব পুষ্পরাশি!
সে তবে শহীদ হলো, দিয়ে মুখে হাসি?
আকাশের সব তারা, স্থির হয়ে চাও!
পৃথিবীর গুপ্ত কথা, চাপা দিয়ে রও।
নিখোঁজ ডায়েরিতেও, নেই নাম তার!
অসুস্থ দেশের দুখ, দিতো কাঁধে ভার।