শুকনো পাতার শব্দ কে যায় ওখানে?
নীরবতা কথা কয় অন্ধকার মনে!
বুঝিবা বাতাস হবে, মরমর স্বরে!
মায়ের বুকের মধ্যে, তবু শঙ্কা ভরে!
আওয়াজ তার চেনা... এলো কেবা দ্বারে?
তবে কি, সেই এসেছে, এতদিন পরে!
মা…দরজা খোলো, আমি... নীরবতা ভেদী,
সে ডাকে স্বপ্ন... বাস্তব, জেগে ওঠে কাঁদি...


দরজার ক্যাঁচ ক্যাঁচ, মাগো আমি খোকা!
বিপ্লবীর মা বিহ্বল, ছেড়ে যাবি একা?
উত্তর নীরব রহে, চোখ রয় নত।
পথে সংগ্রামের ডাক, সেথায় সে রত।
তারপর দীর্ঘ রাত, উঁকি দেয় ঘরে!
মা খুঁজে তার খোকারে, তারাদের পারে!