সে এসেছিল দ্বারে, চিনিতে পারিনি!
ক্ষয় চাঁদ তব মুখ, দেখিতে দেয়নি!
গায়ে ফুলের সুগন্ধ, ভেবেছিলাম তবে!
এবুঝি বাতাস বয়ে, এনেছে নীরবে!
কাছে এসে বলেছিল, খোলো দ্বারখানি!
ভেবেছিলাম মেঘের দীপ্ত বজ্রখানি!
চরণ ধ্বনি শুনেছি, অলস প্রাণেতে!
বুঝিবা ভরেছে দিক, পাতার গানেতে!


চঞ্চল পাখিটা এসে, করে হায় হায়!
কি ভুল করলি তুই, সেতো ফিরে যায়!
ছুটেযা অবোধ তুই, ধর দুটি পায়!
সাধনায় মুক্তি হবে, জীবনে নিশ্চয়!
পথিকের বেশে সে যে, দুয়ারে দাঁড়ায়!
চেনা হয়ে আসে নাতো, পেয়েও হারায়।