পৃথিবী তবু ঋতু বদলায়
  শীতের পরে বসন্ত,
ঝরার পরে আসে শরৎ
  ছড়ায় দূর দিগন্ত।


কেবল ঋতু  বদলায়না
  মায়ের মনের কোণে,
সন্তানের তরে সদা জাগ্রত
  উৎকণ্ঠা শুধু প্রাণে।


ঋতু বুঝি বদলাবেনা
  ওদের ঘরের দাওয়ায়,
শহীদ ছেলের স্মৃতি গুলো
  ছড়িয়ে পরে যায়।


আঁধার মনের পরে শুধু
  ঝরা ঋতু বয়,
বাঁচে ওরা  শঙ্কা বয়ে
  নিয়ে হাজার ক্ষয়।


সন্ধ্যা ঋতু যখন বসে
  দেবালয়ের ঘরে,
শত শত প্রত্যয় সব
  আরতি দীপে ঝরে।


শিশুর স্বস্তি মায়ের কোলে
  স্বর্গ সুখ সেথায়,
আকাশ মোড়া চিরবসন্তে
  শুধু ভালোবাসায়।


গরীব ঘরে পাতের পরে
  অভাব ঋতু বসে,
সবেতে তাদের থাকে বারণ
  দুঃখে দীর্ঘশ্বাসে।


ওদের পাড়ায় নিশি রাতে
  জ্বলে রঙীন আলো,
পূর্ণিমা চাঁদ হেরে যায়
  ঘোচেনা স্থায়ী কালো।


আঁধার রাতে তারার বুকে
  খরা ঋতুর কথা,
ছুড়ে দিয়ে ওদের হাতে
  লুকায় গোপন ব্যথা।


উৎসব ঋতু নতুন জামায়
  শিশুর মুখের হাসি,
জানেনা হিসেব মূল্যখানা
  তুচ্ছ হলেও খুশি।


স্থায়ী ঋতু জাঁকিয়ে বসে
  খেলা শুধু করে,
কে কাঁদে কেবা হাসে
  জীবন পথের পারে।