ওগো মা, বানিয়েদে তুই, মুক্ত এক বিহঙ্গ!
আকাশ জুড়ে মেলবো পাখা, নীলে ভেজাব অঙ্গ!


আমি এখনো দেখিনি তোকে, আমিযে তোর ঔরসে।
তবুও তোকে জেনেছি মা, প্রতিটি কোষের নিশ্বাসে!


তুইতো নয় স্বাধীন আজো,  এই সমাজের বেদীতে!
ইচ্ছে নেই বাঁচতে তাই , নারীতে জন্ম নিতে।


তার চেয়ে বরং ভালো, পক্ষিরাজ হবো!
তোকে আমার পিঠে নিয়ে, দূর আকাশে যাবো!


কিংবা মারে হবো আমি, ছোট্ট বকুল ফুল!
তোর চরণে পরে আমি ,আনন্দে হবো আকুল!


হবো আমি তোর ছোঁয়ার, সন্ধ্যা দীপের আলো!
শুধু তোকেই ভরাবো মা, যাবে আঁধার কালো!


হবো আমি আকাশ ভাঙা, কালবৈশাখী ঝড়!
অসুর গুলো উপড়ে দিয়ে, বাঁচাব তোর ঘর!


অথবা আমি ঝরবো হয়ে,শ্রাবণ রাতের ধারা!
আঁচল তোর বাড়িয়ে দিস, ঝরে হবো হারা!


প্রজাপতি হয়ে আমি, বাগানের ওই পথে,
ঘুরবো তোর চারপাশে, ক্ষণিক রইবো সাথে।


ভুলেও তুই চাসনা মোরে, ছোট্ট পরী ঘরে!
মুখোশ পরা সমাজে তুই, কষ্ট পাবি পরে!