স্বপ্নে আবেশিত আজ এ মন!
ছিন্ন ঝরা পাতাসম পথ হারিয়ে ফেলে...
ওগো কুয়াশার জাল,
তুমি বেঁধে রাখো ঐ জ্যোৎস্নাখানি!
তোমার শিশিরের বিন্দুতে বিন্দুতে!
ওই সুন্দর রূপ শক্ত করে ধরে রেখো।
আমি তাকে উপহার দেবো,
বৈশাখী কালো রাতের কাছে...
যে রাতে ফুটবে চম্পা চামেলি বেলি।
কুয়াশার জালের জ্যোৎস্না!
ছড়িয়ে দেব আঁধারের গায়
দখিন বাতাস আর উত্তরের কুয়াশার,
মিলন ঘটবে সেই কালোতে!
অমাবস্যায় রাতের তারা সাক্ষী হবে!
ঐ আঁধারে পৌষের জালে আটকনো,
জ্যোৎস্নার দীপখানির রশ্মি
বরণ করে নেবে তাদের...
একজন চঞ্চল নদী প্রাণবন্দ,
অন্যজন ধ্যান মগ্ন ভৈরব!
সৃষ্টিকে ভাঙে গড়ে আপন ছন্দে চিরকাল।
আর মিলন রশ্মিতে ভেজানো এ মন,
মিলনের আনন্দে যায় ভেসে,
জেগে থাকে চিরকাল অন্তরে অন্তরে।।