অঝোর ধারায় বৃষ্টি শুধু ঝরে ছাদের পরে,
তোর কথাযে আজকে আমার শুধুই মনে পড়ে
আকাশ ভরা মেঘের মাঝে খুঁজে আমি যাই
সবকিছুতো একই আছে তুই যে শুধু নাই
ভাইরে আমার দোহাই তোকে একটিবার আয়
পুতুল যদি ভেঙেও ফেলিস কিছুনা এসে যায়
নালিস আমি করবোনাতো মামার কাছে গিয়ে,
মনের মধ্যে বরিষ ধারা ঝরছে রয়ে রয়ে
সহ্য তোর হতো না কভু আমার চোখের জল
কোথায় গিয়ে লুকিয়ে আছিস আমায় খুলে বল
ইচ্ছে করে লুকোচুরি খেলি জীবন ভর
কাল সন্ধ্যায় হবে বিয়ে হব আমি পর
কে আমায় বলবে বল কাঁদিসনা চুপ কর
আবার তোকে বানিয়ে দেব নতুন পুতুল ঘর
কালকে ঘরে বাজবে সানাই যাব কোন দূরে
সে ঘর যদি ভাঙে আমার কে দেবে বল সেরে
হাতটা ধরে কক্ষনো তুই হাঁটিসনিতো পথে
কার হাত তুই ধরে নিলি স্বর্গ পারের রথে
আকাশে যত বৃষ্টি আছে আজকে বুকে ঝরে
শিকড় ছিড়ে যাব আমি অচেনা কোনো ঘরে
বলরে আমায় কেমন করে যাব সুদূর দেশে
ভাঙা বুকের ঢেউগুলোতে যাচ্ছি আমি ভেসে
জীবন ক্লাসের অঙ্কগুলো মিললনা ভাই শেষে
দুঃখ গুলো মানিয়ে নিয়ে এগিয়ে যাই হেসে
স্মৃতিগুলো শুধু আমার পায়ের উপর পরে,
লতার মতো জড়িয়ে থেকে বাঁধে শক্ত করে
ছুটি নিয়ে চলে গেছিস কোন সুদূরের পারে
কালকে আমি চুকিয়ে ঋন যাব অন্য ঘরে