ঝিরঝিরিয়ে কাঁপে পাতা আবির মাখা বসন্তে
ছড়িয়ে পরে ভেজানো স্বপ্ন পলাশ লাল দীগন্তে
ধূষর পথে চলেছিনু অজানা কোনো সীমান্ত
পথে ছিলাম রিক্ত একা দেহ রয় ক্লান্ত
শিথিল ছিল চলার গতি ঝাপসা মম দৃষ্টি  
অচেনা ছিল পথ ওগো  দুর্যগে তব সৃষ্টি
হলো নাকো কভু শেষ দুর্গম এ পথ
দেহ হয়ে এলো শ্রান্ত আসেনা তব রথ
চোখের কোলে বহে ধারা,বকুল কাঁদে সাথে
রাত জাগা তারা পথে দীপখানি হাতে
প্রভু  তুমি ধরো হাত রাতের ঘন  ঘোরে
তুলে লও  রথে প্রভূ  লুটায় ধুলার পরে
এলাম ক্ষণিকের তরে, চলে যাব শেষে
পাপ পুন্যের হিসেবে বিচার,মনতে হবে হেসে
হাতটি মোর তুলে ধরো, রেখো চরণ তলে
রবেনা কিছু পিছে পরে পার্থীব যাই ভুলে