কে তুমি বীর রাজা ঈশ্বরের দূত
স্বর্গ হতে বিচ্যুত হয়ে এলে রামধনু সম...
পৃথিবীর পথখানি ধরে!
বসলে তুমি রাজ সিংহাসনে,
বিচার করিলে নারীর সম্মান!
তোমার বলিষ্ট হাতের লেখনীতে...
অভাগা নারীর হাতে তুলে দিলে বিজয় ফলক
শোনালে উদার্ত বাণী...
তুমি দেবতা আজি পূজে নারী তোমায় আর তব বিচার।


ঈর্ষা জর্জরিত কোনো পুরুষ আড়ালে,
নারীকে  ছোটো করে আজো...তবে,
তব বিচারের ধ্বনি গর্জায়!
পূজি দেবতারে মন্দির মসজিত গীর্জায়,
সেথায় দেবতা শোনে কি আর্ত পিড়ীতের কথা
নারীদের ব্যথা!


বিচারক... তুমি মানবরূপী দেবতা!
ঐ রাজ সিংহাসনে যোগ্য তুমি।
আজ নারীদের গর্ব
পুরুষদের অভিমান চূর্ণ করে ,
নারী জয় করবে নিজ ভাগ্য একাই!
সে যেই হউক কুমারী মা কিংবা একাকী মাতা।
পিতৃত্বের পরিচয় যদি অস্বীকার করে পিতা,
সন্তানের স্বীকৃতি দেবে তবে নিজেই মাতা,
একাই চলবে নারী পৃথিবীর পথে...
একা নারীই বিধাতা...
নারী একাই লিখবে নিজ ভাগ্য,
অথবা শিশুর ভবিষ্যত ll