বীর সম্রাট নেতাজী তুমি এসেছিলে এই ধরায়,
মাটির ধূলিকণা ধন্য হয়েছে তোমার স্নেহের ছোয়ায়।
স্বাধীন পতাকা উড়ছে ভারতে আনন্দ রাশি রাশি,
ধুলোর চাদর শুকনো মালা মুখে তৃপ্তির হাসি।
মনটা তোমার বারুদ ছিল মুক্ত করতে মাটি,
ধ্রুবতারা ছিলে দেশের তরে হৃদয়টা ছিল খাঁটি।
হারিয়ে গেলে পৃথিবীর পথে স্বাধীনতা ফিরে এলো,
কার তরে দিলে শাসন ওরা কি যোগ্য ছিল?
এতো বলিদান  দিল যারা ভারত মায়ের প্রাণে
তাদের আত্মা তৃপ্তি পেলোকি? ভাবায় প্রতিক্ষণে!
শত শত মাথা লুটিয়ে ছিল শোনালে আশার বাণী
শত বছরের শৃঙ্খল ভেঙে ভারত পৃথিবীতে রানী!
জন্ম নিয়ো আরবার বীর পৃথিবীর এই তীরে!
কিছুই দিই নি তোমাকে ওগো ভরাবো এসো ফিরে...
তিন রং মেখে বন্ধুর পথে রইলে জীবনভর,
আনলে প্রিয় স্বাধীনতা তুমি তবু ঘনায় ঘোর!