এ আমার দেশের মাটি,
      প্রাণের চেয়েও বেশী খাঁটি।
এ মাটিতেই ছড়িয়ে আছে,
      বাঁচার অমূল্য পরশ কাঠি।
এ মাটিতে জন্ম নিয়ে,
       মধুর স্বপ্ন দেখতে যে পাই
অধিক  পীড়ার মধ্যে যেনো,
      মুক্তি খুঁজে পাবে নিশ্চয়
পিতৃ পুরুষের পায়ের রেনু ,
      সবুজ হয়ে ফলে হেথায়
এ মাটিই দেবে শেষের ঠাঁই,
      ঘর হতে পথে বেড়ায়
বীর জোয়ানরা রাঙিয়ে তোলে,
      জীবন তাদের মাটির টানে
শত বুলেটের আঘাত পেয়েও
      খুশির গান গায় প্রাণে
মাটির জন্য লড়তে হবে
      নাইবা পেলে যশ স্বীকৃতি
দেশ মাটির প্রতিটি প্রাণে
      ভরে উঠুক স্বদেশ প্রীতি
থাকবে নাকো অস্থিরতা
     মোহ লালসা লোভের দাঁত
একই সূত্রে বাঁধা থেকে
      মায়ের কাজে লাগাও হাত
মাটির পারে এসো নেম,
       মনের  পথে শপথ নাও
মাটির তীলক মাথার পরে,
       মায়ের সেবায়  ব্রতী হও
অনাথ আতুর সব হারানোর,
      মাঝে রেখো প্রেমের হাত
শাসনের চাবিটার সঠিক দিশা,
      রেখোনা তাতে কোনো খাদ
ক্ষমা হউক পরম ধর্ম,
      তাহার উপরে কিছু নাই
মানুষ বাঁচাও সবার আগে
      হাতে হাত রাখো ভাই
মাটি তোমার স্বর্গ হবে
      তফাৎ  তুমি পাবেনা তাই
ওপারে যদি স্বর্গ খোঁজো
      এপারে কিছু কমতো নাই
তোমার হাত তোমার মন
     শুধু এইটুকু হোক যন্ত্র
ফলবে সোনা দেশ জুড়েতে
    দেহ জুড়ে স্বদেশ মন্ত্র