ক্ষুদে বন্ধুরা আজকে শোনো মজার গল্প বলবো,
   আকাশের ঐ শূন্য পথে নজর মোরা রাখবো,
পৃথিবীর আছে দুটি দাদা বৃহস্পতি আর শনি,
   এসব কথা বলবো আমি যেটা সবাই মানি,
ধুমকেতু আর গ্রহানুগুলি কেবল ঘুড়ে বেরায়,
   পৃথিবী পরে সুযোগ বুঝে হামলা শুধু চালায়...
যখন তখন তারা সবাই আছড়ে পড়ে হায়,
   বৃহস্পতি আর শনি  দাদা বুক পেতে বাঁচায়।
এড়িয়ে নজর আছড়ে পড়লো কোটি বারো আগে,
   ডাইনোসরতো বিলুপ্ত হলো ধুমকেতুরই রাগে,
আঘাত খেয়ে  বৃহস্পতি দাদার প্রাণ রাখা দায়,
   শনির নাকি প্রবল রাগ কেতুর ঘাড় মটকায়,
বৃহস্পতির আকর্যন বল বড্ড বেশ তেজী।
   ধুমকেতু গ্রহানু বাঁধে অধিক যারা পাজী।
বৃহস্পতি দাদার বুকে আজ হাজার আছে ক্ষত,
   তবুও তারা করবে লড়াই সৃষ্টি সুরক্ষিত।
শনি দাদা পায়না আঘাত বলয় সৃষ্ট দেহ,
   যুদ্ধ তারা চালায় শুধু পার পাযনা কেহ।
বৃহস্পতি আর শনির বুঝি প্রবল শক্তি আছে,
   ধুমকেতুরা মাথা নত করে তাদের  কাছে,
বৃহস্পতি আর শনি যখন অধিক বুড়ো হবে,  
   কে সামলাবে পৃথিবীটাকে চিন্তাখানি রবে,
ওই দাদারা বাঁচুক সব যুগের পরে যুগ,
   বিবর্তনে বাঁচবে ধরা আসবে অধিক সুখ।