অণু কবিতা    ১


ভাঙা হাটের যাত্রী  ওগো
আঁধার সন্ধ্যাবেলা l
পসরা ছিল ঝাঁকার পরে
সাঙ্গ হলো মেলা l
হাটের মাঝে সব বিকালো
নিজেরও  কালো ছায়া l
চোখ দুখানি ধরছে ঘিরে
ঘুমের নিবিড় মায়া l


অণু কবিতা    ২


চলাই এই জীবনের ব্রত  l
জয়ের  আর এক নাম  
থামলে যেনো বাঁধবে পায়ে
ঘিরবে শৈবাল দাম l
চলতে হবে অনেক মাইল
অনেক দূরের পথ l
চোখ বুজলেও দেখতে পাবে
চলার  স্বর্গ রথ l


অণু কবিতা   ৩


কোথায় দেবতা কোথায় দেবতা ?
খোঁজো মসজিদ মন্দির l
এই দেহতেই ভর করে ছিল
মহম্মদ কৃষ্ণ কবীর l
কোরান বলো বেদ বাইবেল
এই দেহটাই দেবতার ঠাঁই l
মানুষের মনই দেবালয় সম,
দেবতা কোনো গ্রন্থে নাই ll


অণু কবিতা    ৪


সত্যটাকে আদর করে
প্রকাশ করো নির্দ্বিধায় l
মাটি চাপাতে দমেনা সত্য
প্রতিপদে হাত বাড়ায় l
মিথ্যে নিয়ে যতই গড়ো
জীবনের উচুঁ অট্টালিকা l
হবে নাতো সেটা চিরদিনের
ভিতেই আছে যবনিকা ll


অণু কবিতা   ৫


অহিংসা হউক মানবের বল
অহিংসার পথে জয় l
হিংসার দাপটে  নিশ্চিত জেনো
মানবতার পরাজয় l
মানব  শৃঙ্খল উঠুক গড়ে
ধরো হাত একই মন্ত্রে l
একটি গানই উঠুক ভরে
জীবনের নানা যন্ত্রে ll