তুমি দেখেছো...    যুদ্ধে শহীদ বীর সৈনিকের হাসি l
                        বসন্তে ভেজানো রক্তাক্ত পলাশের রাশি l
                        ফুটপাতে ঐ ক্ষুধিত শিশুর কান্না l
                        ফুটো চাল বেয়ে চুঁইয়ে পরা জোছনা l
                        সিরিয়ার পথে ধর্ষিতা নারীর মুখ l
                        খসে যাওয়া জীবনের প্রতিটি সুখ l
                        শোষিত সমাজ মুখে শোষকের মুখোশ l
                        বঞ্চিত বুকে শত মানুষের রোষ l
                        আগুনের বুকে ঝাপানো পতঙ্গর জ্বালা l
                        পদ্মের বুকে প্রজাপতি ভ্রমরের খেলা l
                         ল্যাম্পের নীচে রাঙানো দুখের মুখ l
                         যন্ত্রণায় বোনা ভাঙা হৃদয়ের দুখ l
                         ঘুষ খাওয়া নেতার অর্থ চর্বির মাপ l
                         উদাস দুপুরে ক্লান্ত কোকিলের বিলাপ l
                         পেটের আগুনে সন্তান বিকানো জননী l
                         বুকে আগুন কাটায় সে বিনিদ্র রজনী l
                         ফুটপাতে গড়া শিল্পীর তুলির টান l
                         বঞ্চিত বেকারের বুকে পুঞ্জিত অভিমান l
                         রাস্তার মাঝে শিশুর পিঠেতে বোঝা l
                         বই নেই তাতে ক্ষুধার অন্ন খোঁজা l