ঘুষে  দুটো অক্ষর ,
এক একটা অক্ষর নির্ভেজাল স্বচ্ছ l
অক্ষরগুলো মিললে
ভয়ানক বিষ্ফোরক ধ্বংস l
সেই উত্তাপে ভরে যখন চরিত্র
বিবেক হয় শতছিদ্র l
মানবিকতার ভস্ম বহন করে শুধু পিঠে l
মাটি তাদের কিন্তু আপন হয়না l
ঐ একটা  শব্দের প্রভাব
শান্তিকে কবর দিতে পারে l
সমাজকে পিষে ফেলতে পারে l
ঘুষ নেওয়া হাতে
মানুষকে কিছু দেওয়া যায়না l
সভ্য সমাজ ঘুষের হাতটাকে  
নিজের করে ভাবেনা l
ঘুষের ভারে সেইসব চরিত্রের মাথাগুলো
অনেক নিচে ঝুঁকে,
তারা সূর্যটাকে দেখতেই পায়না ll