ও প্রেম তুই শাশ্বত আয়না দুহাত মেলে l
ও প্রেম মনযে ব্যকুল তোকে না পেলে l
ও প্রেম  তুই যে সত্য নিরেট অশ্রু জল l
তুই জীবন তুই পথ গভীর  চাওয়ার ফল l
তুই পবিত্র তুই নির্মল  আকাশেরর ধ্রুবতারা l
তোর স্রোতে সমৃদ্ধ হয় জীবন নদীর ধারা l
প্রেমের মধ্যে কিযে জাদু জমাট থাকে সুধা l
প্রেমের বন্যা ঘটার পরেও ভরে নাতো ক্ষুধা l
প্রেম  শুধু আপন করে বুকে ভরা মায়া l
শান্তির বাণী ছড়ায় পথে  বটের শুদ্ধ ছায়া l
প্রেমের বন্ধন হোকনা দৃঢ় সুখের গন্ধে বাতাস l
প্রেমের  তারা ছড়িয়ে নেয় নিকষ কালো আকাশ l
প্রেম যে ঐ মঙ্গল ঘট আম্র পল্লব ঢাকা l
সুগন্ধ তার ছড়িয়ে পড়ে যায়না  ধরে রাখা l
প্রেম কখোনো কালবৈশাখী  দুরাত্মার পরাজয় l
বাঁচার সে জীয়ন কাঠি কভুনা করে  ক্ষয় l
প্রেমের মুক্ত ছড়িয়ে পড়ুক প্রতিটি পথের পাড়ে l
প্রেমে মোড়ানো শান্তি  আলো থাকুক সবার ঘরে l
প্রেম বিহঙ্গ বনলতা সেন জীবনানন্দের লেখা l
বিবেকানন্দের হৃদয় সেযে সত্য ন্যায়েতে মাখা l