ছোটো চিঠি বড় চিঠি , চিঠির রকম বাহার l
চিঠির যুগ তো হারিয়ে গেল ,পাইনা খুঁজে আর l
ইন্টারনেটের যুগে মানুষ ,মত্ত হয়ে ছুটে l
কি আছে যাদু তাতে , ছোটে হাওয়ার পিঠে !
সম্পর্কর প্রাণ গুলোযে  ,হাতের যন্ত্রে বন্দী !
একটি কলে ভাঙে আবার ,আর একটিতে সন্ধি l
বিপন্ন ঐ সম্পর্কর প্রাণ ,শুধু ছটপট করে !
আধুনিকতায়  পিষ্ট হয়ে ,অকালে যায় মরে l
আগের কালে পিওন দাদার  ,ভীষন ছিল খাতির !
তার পানেতে তাকিয়ে দৃষ্টি ,মনটা হতো অধীর l
হেসে বলতো পিওন দাদা ,আসবে ধৈর্য রেখো l
কে জানে হয়তো হয়নি সময়  ,কালকে দেবে দেখো !
প্রেমিকরা সব ভাবতো বসে ,দিতো পড়ায় ফাঁকি l
পিওন দাদার আসেপাশে ,মারতো উঁকিঝুঁকি l
যুদ্ধের খবর বাইতো পিওন ,বৃদ্ধ বাপের কাছে l
জীবন মৃত্যু বেয়ে ছেলে ,সীমান্তের পারে আছে l
ছেলের বুকের শ্বাস বায়ুটা ,পিওন আনতো বয়ে !
মায়ের চোখের শুকনো ধারা ,জলে উঠতো ভরে l
পিওনদাদাকে  বলে খোকোন ,এদিক পানে শোনো l
এসেছে কি একটি চিঠি ,আমার বাবার কোনো ?
রোজ রোজ তুমি শুধু ,এপথ দিয়ে আসো l
চিঠির বোঝা নামিয়ে রেখে ,একটু দাওয়ায় বোসো l
সুখ দুঃখ হাসি কান্না  ,এই বোঝাতে বও !
বাবার হয়ে চিঠিখানা  ,তুমিই লিখে দাও !
পিওনদাদা বোঝা তোমার ,ময়লা একটু বটে l
গরিব ধনী সবার কাছেই ,প্রিয় হয়ে ওঠে l
দুখের সাথে তোমার বোঝায় ,আছে সুখ ভরা !
সে যে কেমন জানিনাতো ,অমৃতরই ধারা !
দেবে আমায় দুহাত ভরে  ,মায়ের জন্য আমার ?
কত কড়ি দিলে পরে ,ঋন মিটবে তোমার ??