অলস বিকেল ক্লান্ত চরণ
   সেই মেয়েটি পথের ধারে l
কালো মেঘে স্বপ্ন গুলো
   ভেসে গেছে সুদূর পারে l
উদাসী চোখ ক্লান্ত চলন
   হোঁচট খেয়ে এগিয়ে চলে l
পথের পাশে ক্ষয়ের কাঁটা
   শক্ত করে জড়িয়ে ফেলে l
গর্ভে তার পশুর বীজ
   কুমারীর সেটা কলঙ্ক কাঁটা l
ভেবে ভেবে পায়না দিশা
    রাখবে নাকি ভাসাবে সেটা l
দিন মজুর বাবা তার ,
   আপন করে নেয়না আর !
তার আঁচেতে পুরে যাবে
    সংসারেরই লাগাম ভার !
ছুটে যায় প্রেমের টানে
   প্রেমিক চেনেনাতো আর l
সমাজের আজ রুদ্ধ দ্বারে
   ওষ্ঠাগত প্রাণের ভার l
জমাট আঁধার ঘিরে রাখে
   কেউ আর আসেনা সাথে ,
নিজের যারা তারাও আজ
   নামিয়ে দিল বাহির পথে ll