ইচ্ছেগুলো  দূর আকাশে
  ঘুড়ির মতো উড়িয়ে দিলাম l
কাটলো সূতো যেদিন সাঁজে
  দুখের ঝোলা কাঁধে নিলাম l


বন্দী হলাম অচেনা দেশে
  নিজের খুঁজে পেলাম কই !
নিজের শ্রাবন নিজের শরত
  বুকের কান্না চেপে রই !


ভাঙলো দুয়ার ঝড়ের রাতে
  একা রাতের প্রহর গুনি ,
আসবে প্রভূ রাত যে  ফুরায়
  নিবলো বুঝি প্রদীপখানি !


জনম আমার বৃথাই গেলো
  হয়নি তোমায় পূজতে সময় l
সংসারেরই যাঁতাকল
  ঘাড়ের পড়ে জ্বালায় আমায় l


জানালা দিয়ে টুকরো আকাশ
   তারা হয়ে কথা কয় !
লুকায় যখন আকাশখানি
  জোনাকি হয়ে রাত সাজায় !


নতুন খুশির ইচ্ছেগুলো
  ফুটো ঝোলায় রয়না আর ,
পথের ধূলায় ছড়িয়ে পড়ে
  হয়না কভূ সে আমার l


বাঁচতে হবে আর কতকাল
  খাতার পড়ে হিসাব কষি ,
আর কটা দিন কমে যদি
  বরণ করবো দিয়ে হাসি !


অনেক দিনের শেষ ইচ্ছে
  যাবো প্রভূ স্বর্গরথে !
যাবার পথে সবার ঠোঁটে
  হাসির ছোঁয়া নেবো সাথে ll