বৃষ্টি ভেজা বকুল রানি
    আর কেঁদোনা বর্ষা রাতে l
তোমার বুকের প্রেমের কথা
   সবাই বলো মনে রাখে ?
তোমার সুরে উপচানো প্রেম
   ভেসে যায় নদীর কূলে !
জলের পরে জল পড়েঐ
   বাজে নুপূর মাতাল সুরে l
তোমার নিশির করুন কান্না
   বোঝে আবার নদীর ঢেউ !
কেউ তোমায় মারিয়ে চলে
   জড়িয়ে আদর করে কেউ l
তোমার ঝড়া কান্না আবার
   শ্রাবনটাকে ব্যাথায় ভরায় !
গভীর রাতে  নিবিড়  আঁধার  
   প্রেমের রঙে আঁকে তোমায় !
ঝরনা নাকি তোমার তরে
    ওঠে নেচে মধুর ছন্দে !
দূরের ঐ আদখানা চাঁদ
   জেগে রয় তোমার গন্ধে !
কাকে তুমি বাসলে ভালো
   কোনখানেবা দিলে মন ?
যদি বলো বৃষ্টি দানা ,
   মিলিয়ে যাবে  প্রতিক্ষন l
যুগের পরে যুগ ধরেঐ
   সে শুধু মাটির রয় !
যতই দাও তাকে প্রেম
   সে কভূ তোমার নয় l
তোমার দুখে কষ্ট পাবে
   তোমার সুখে হবে সুখী ,
মাটিকে সে  দিয়েছে কথা
   দেবেনা কভূ তাকে ফাঁকি !
বৃষ্টি ভেজা বকুল রানি
   চেয়োনা প্রেম ব্যাকুল হৃদে ,
পাথর গায়ে আঘাত খেয়ে
    ব্যর্থ হবে প্রতি পদে ll