নই বেলী নই চামেলী নই চাঁপার  বাহার l
আমি এক বুনো কুসুম পথে আমার আঁধার l
জন্মেছিলাম রাজার ঘরে উপরে দিল সেথা l
পথের পরে সৃষ্টি  হলো আমার জীবন গাঁথা l
সূর্য আসে চন্দ্র ঢোবে অনুর্বর এই ভূমি l
দুই পায়েতে মাড়ায় সবাই নেইযে আমি দামি l
আমার মা এখনো  সেই রাজার খাবার খায় l
দৃষ্টিখানি হারিয়ে গেছে পুরাতন ভৃত্য হায় l
মাঝে মাঝে  গেট হতে উঁকি ঝুকি মারে !
খোঁজে কি যে ঝাপসা চোখে দূরে পথের পাড়ে !
রোজ আমি দেখতে আসি মানেনাতো মন l
কি জানি কবে হারাই মাকে চিন্তা সারাক্ষণ l
হয়তো মা বুঝতে পারে আছি আজো বেঁচে l
পরিচয়খানা আজো লুকাই মায়ের আমি নইযে l
জানতে পারলে রাজার দুলাল ঘাড় ধাক্কা দেবে l
এই বয়েসে মাকে আবার পথ খুঁজতে হবে l
রক্তে আমার থাকুক মিল সেই দুলালের সনে l
সম্পর্ক খানা মানবেনা কেউ জানি সেটা মনে  l
পরিচয়খানা গোপনই থাক আমার সাধ্য নাই l
এই ঝরা পাতা মাকে কোথায় দেবো ঠাঁই ll