ও মা  তুই দিবস শেষে  কুটিরে আমার এলি l
পা দুখানায় লেগেছে কাদা আয় ধুইয়ে ফেলি l
আমার আঁচল বড়ই জীর্ণ শতছিন্ন চারধার l
ভেজা মাথা শুকোবেনা তোর উপায় নেইতো আর l
বেছে বেছে ঐ কুসুম তুলেছি,গেঁথেছি তাহাতে মালা l
হৃদয় পদ্মে সাজাবো মা তোকে ভক্তিতে ভরেছি থালা l
নিজ হাতে  আজ রেঁধেছি পায়েস ভোজন করাবো তোরে l
প্রশান্তি ছুঁবে মুখ পানে মোর, দুচোখ উঠবে ভরে l
মাটির প্রদীপ জ্বলছে নীরবে কুটিরের এক কোণে ,
তা দিয়ে আজ করবো আরতি, স্বাদ আছে মোর মনে l
আয় মা এসে বোস এ ঘরে, নামছে গহন আঁধার l
আলপনা দিয়ে সাজিয়েছি বেদি, দেবো শিউলি হার l    
ঐ গগনে উঠবেযে আজ  তৃতীয়ার ক্ষীণ শশী l
আঁধার রবেনা এই ঘরে, দেখবো তব মুখ হাসি l
হৃদয়ের জড়ো স্বপ্ন গুলো ,ভাসিয়ে দিয়েছি জলে ,
চলবো আজ সমুখ পানে, দ্বিধা দ্বন্দকে ফেলে l
আশাগুলোকে করেছি শাসন ,হৃদয় কভু ভরাবেনা l
বেঁধেছি তাদের শিকলের ডোরে আঁচলখানি ধরবেনা l
উঠানের কোণে সন্ধ্যামনি  ভরায় শুধু বাতাস l
মুক্ত আমি এতদিন পরে যেমন ওইযে আকাশ l