চুলে মুর পাক ধরেছে বটেক l
কলিজাটা সবুজ পারা আছেকরে !
মজা করি লাই রে একেবারে হক কুথা l
এখুনো এ বয়সে মু সাঁতার কাটি ,
নদী এপার উপার করি ,তাবাদে
বাপ শিখাই ছিল লিখা পড়া l
তাই কথার পর কথা সাজাই ,
দুপাতা কবিতা লিখি বটেক l
তবে আর দিন বাকি লাই !
পশ্চিম পানে ঢলছি বটেক !
বিটির মু বিহা দিলাম মধু মাসে ,
জামাই মুর মস্ত ডাক্তার আছেক l
বিটির মুর লিখা পড়া দিখে ,
বিহার প্রস্তাব দিল জামাইবাপ l
নিচু জাত বলে ঘৃনা করেক নাই l
বিটি মুর সুখে আছেক l
মাঝে মাঝে বলে ,
মা তুই আয় কেনে মুর ঘরকে l
শেষ সময়টুক মুর ঘরে থাক কেনে l
তুকে কাম করতে হবেক নাই ,
তাবাদে মু যাই নাই l


এ গাঁ মুর প্রাণ আছেক !
ছাড়তে পরান  চায় না ,
পুরানা কত স্মৃতি ছড়ায় আছেক !
ধূলায় ধূলায় আকাশে বাতাসে !
আঙনা ভরা শিউলি ,
পলাশ বনের আগুন !
ঘাটের  সিঁড়ি ,সবাই জানে মুকে !
গাঁয়ের মন্ত্রীর ছিলা আজ  বুলে গেলো ,
তুকে আজ পুরস্কার দিবেকরে l
মুর ভাইকে তুই বাঁচিয়েছিস তার লেগে l
মু বলি শুন তুরা, খবরের  কাগজের মানুষরা ,
মুর কথা লিখবি ফটক তুলবি l
মন্ত্রী পুরস্কার দিবেক তাবাদে,
এতো বীরত্বের কামটা মু করি লাই রে l


মন্ত্রীর ছিলাতো মুর গাঁয়ের ছিলা বটেক ,
জলে ঢুবে যেছিল, তাই উয়ার হাতখান
শক্ত করে ধরে ফেলেছিলাম বটেক l
ইহাতে বীরত্বের কিছু লাই রে l
ইটাতো মানুষের কতর্ব্য আছেক l
সংসারে কেউ ঢুবলে , আপন পর ভুলে ,
তাকে বাঁচাও  হাতখান ধরে l
বীরত্ব দিখায় মুর গাঁয়ের বিটি ছিলারা l
অভাবের ঘরে লিখা পড়া চালাইছে কেমন ,
হাড়িতে ভাত লাই পরনে শীতের কাপড়  লাই ,
লাই ঘরে থাকে উহারা, তবু মাথা ঝুকায় লা l
উহাদের ইস্কুলটা ভাঙা, বসার জায়গা লাই l
তাবাদে সীবু সরেনের বিটি ফুলমনি ,
কত সুন্দর রেজাল্ট করেছে বটেক  ,
জিলার ইস্কুলে  প্রথম হইছে l
তা শহরের কলিজে ভত্তির্ হবেক,উখানে থাকবেক
এতু পয়সা উহাদের লাইরে l
চাষ করে সীবু কোথায় পাবেক ?
লিখা পড়া  কি করে করবেক মেয়াটা !


বীরত্ব কিছু দিখায় লাইরে ,
মন্ত্রীর ছিলা বলেক এতো কিছু l
যদি চাষার ছিলা হতোক ,
তাহলে কি আসতিস তুরা বল কেনে ?
মন্ত্রীর বড় ঘরের কোনে মুর বাপের
দুবিঘা ক্ষেত ছিল বটেক l
মন্ত্রী ক্ষেতটুক লিয়ে লিলো l
উ বলছিল মরার আগুতে বাপ মুর ঋন করেছিল l
তাবাদে বাপ মুর কিছু গোপন করে লাইরে l
মু জানতাম উটা মিথ্যা আছেক l
মুনে ভাবলাম বড়লোক তুরা
মনের ঘরতে বহু অভাব তুদের l
ক্ষেত লিবি , লে কেনে l
মুর কোনো অভাব লাই l
মাষ্টার বাপ মুর ,
কিছু অভাব রেখে যাই লাই l
বাপ মুর ঘর দিল ,সম্মানটুকও দিল l
কুনো দুখ লাই মুর l
তাবাদে মা বুড়ি খিটখিট করতোক l
মরদের ঘরকে যা কেনে বলতোক l
হারাবার ভয়  হতো মুর মায়ের l
মুর মা বুঝতক না ,
মরদ মুর বেইমান আছেক l


যখন মুর বিহা হইছিল
মরদ মুর ভিখারী ছিল বটেক l
মরদের লিখা পড়া দিখা বাপ মুর বিহা দিয়ে ছিল শহরে ।
বাপের কাছে হাত পেতে পয়সা লিতাম  l
তা দিয়ে সংসার চলতো মুর l
মুর কাঁধে পা রেখে জয় করলো উ লিজেকে !
বড় আফিসের ম্যানেজার হলো বটেক l
মুকে পিছে রাখতে লাগলো, পাসে রাখতক না !
সম্মান দিতক না l
দুঃখ মুর বাপকে লাগতো l
বাপ বুলতো আগুতে সম্মান , পরে পরান l
তাই আর যেতে দেয়নি মরদের ঘরকে l
বিটিকে লিয়ে বাপের কাছেই থাকলাম l
রাজকন্যা হয়ে l
বিটি শহরে পড়তে গেলো ,
বড় আফিসে চাকুরী পেল ,বিহা দিলাম l
মু আজ সুখী বটেক l


তুরা খবরের কাগজের বাবুরা
একটা কাম করে দে বটেক l
মুদের গাঁয়ের লেগে
সরকার কে বুলিস কেনে l
স্কুলটা পাকা করে দিতে l
আর একটা কলিজ l
আর কিছু লাগবেক  নারে ,
মুর পুরস্কার লাগবেক না l
মুর গ্রামের ছিলা মেয়েরা পড়বে, মানুষ হবেক !
ব্যাস ইটাই মুর বড় পুরস্কার ll