আকাশ কন্যা মেঘ বালিকা
    খেলছো আকাশ পারে,
তোমার সাথে খেলবো আমি
    মন রয়না ঘরে।


আজকে ক্ষণিক নেমে এসো
    আমার ছোট্ট ঘরে,
ঘাড়ের বোঝা নেবো মোরা
    ভাগাভাগি করে।


কত রকম বই এখানে
    রয়যে সদাই পিঠে,
ইচ্ছে হলে খেলতে না পাই
    ছুট্টে গিয়ে মাঠে...


মেঘ বালিকা করছো মজা
    কত রকম খেলা,
কখনোবা ঝিরঝিরিয়ে
    ভরাও সারা বেলা।


কখনো বা রামধনুটা
    মুকুট করে সাজাও,
সাদা রঙের ঘাঘড়াতেঐ
    দূরে নেচে ধাও!


আমার কোনো বন্ধু নেই
    একলা ঘরের পরে,
অনেক পুতুল দেবো তোমায়
     খেলনা দেবো ভরে।


মেঘ বালিকা বলে সত্যি
     বন্ধু তোমার বটে,
ধরতে আমায় চেয়োনাকো
    ঘরযে আকাশ মাঠে!


যাযাবর মনটা আমার
    ঠিকানা বুঝি নাই,
নাগাল আমার পাবে নাতো
    সদাই ছুটে বেড়াই।


তোমার আমার তফাৎ আছে
     আকাশ এবং মাটি,
তুমি আমার বন্ধু তবে
    কথাটা খুব খাঁটি l


কখনো আমি হাসি খুশি
    কখনো অঝোর ধারা,
ভাসিয়ে দিই ধরার বুক
    হই পাগল পারা...


কখনো আবার ঝলসে উঠি
    কঠিন বজ্র হয়ে,
সবাই তখন লুকায় গিয়ে
    সর্বনাশের ভয়ে।


সাদা মেঘের পাল তুলে
    শরৎ খেয়া বাই,
নতুন হই বারেবারে
    নতুন গান গাই!