ও চাষা তোর ক্ষেতে এলাম
    দেখতে সবুজ ধান l
শহরতলিতে বদ্ধ হয়ে
    ওষ্ঠাগত প্রাণ l


যেদিকে তাকাই ভেজাল শুধু
    ভেজাল ভরা দেশটা l
কেমনে বাঁচবে ধরায় প্রাণ
    ভেবে দেখিনি শেষটা l


তাইতো এলাম ধার করতে
    গ্রামের মিঠে বাতাস l
শুনতে কিছু খাঁটি কথা
    পেতে তোদের আকাশ l


তোরা বুঝি সুখটা পাবি
    মাঠ ভর্তি  ধানে l
মোদের সুখের ঠিকানাটা
    কেউতা নাহি জানে !


আধুনিকতায় মোড়া ফ্লাটে
    বিষে ভরা জীবন !
সবাই শুধু সুখই খোঁজে
    জনম হতে মরণ !


তোদের গাঁয়ের নীল পাখিটা
    স্বপ্ন এঁকে যায় !
মোদের খাঁচার দামি পাখি
    ডানাটি ঝাপটায় l


পদ্মকলির হাই তোলাটা
     তোরাই দেখতে পাস !
তখন মোরা ডান্ডা ঘরে
    করি এপাশ ওপাশ l


শিউলি সুবাস তোর আঙিনা
    মাতাল করে ওঠে !
ধার দিস তুই সুবাসখানা
    ছড়াবো  মনের মাঠে !


ঘাম রক্ত উৎকণ্ঠায়
    ফসল যখন ফলাস l
দুহাত ভরে সোনার ফসল
    খুশিতে তুই বিলাস l


কি করে তোর মনটা এমন
    আকাশ সমান বড়ো !
কোন দেবতা পূজে তুই
    পুণ্য করিস জড়ো !


মুঠো হাতে কাস্তে নিয়ে
    যখন কাটিস ধান !
চাষা রূপে বলরামটা
    ধরায় ধরে প্রাণ !


সন্ধ্যায় ঐ লাল সূর্য
    সেলাম জানায় শেষে !
যুদ্ধ করে হারে সে
    তোদের কাছে এসে l


যখন চাস ঘুম পরীটা
    ঘুমের কাঠি বুলায় ,
স্বপ্ন মাঝে নিজে এসে
   দুঃখ তোদের ভুলায় l


নিজের ঘর আঁধার থাকে
    ওগো বাতিওয়ালা !
সভ্যতার পথে জ্বালিয়ে বাতি
    নিভাস বুকের জ্বালা l


অনেকটা পথ চলতে গিয়ে
    আমিযে বড়োই ক্লান্ত ,
তোদের সুখের ফর্মূলাটা
    জেনেই হবো শান্ত l


ঋণের বোঝা বাড়ছে রোজ
    তোদের কাছে চাষা ,
কেমন করে শুধবো  ঋণ
    জানা নেইতো ভাষা ll