সীমান্তে কান পেতে রই
    কাঁটাতারের পাশে,
স্বপ্ন বুঝি দেখতে মানা
    বলতে তুমি হেসে l


কিছু কথা ছিলো বাকি
    হয়নি সেদিন বলা,
বুঝিনিতো এমন করে
    থামবে পথ  চলা l


গভীর রাতে নিশার কালোয়
    হারিয়ে ছিলাম সেদিন,
তোমার ছোঁয়ায় গভীর ভাবে
    হয়ে ছিলাম লীন l


রেখে গেলে নিবিড় ভাবে
    তোমার প্রেমের ধারা,
মনের মাঝে খুশির হাওয়ায়
    হয়ে ছিলাম হারা l


বলেছিলাম সময়টাকে
    একটু দেরী কোরো,
শিউলি বকুল রাতকে আজি
    সুবাস দিয়ে ভরো l


ওচাঁদ তুমি থমকে যেও
    মাঝ গগনে এসে,
মেঘগুলো ভাই থেমো নাতো
    যাও বাতাসে ভেসে l


শেষ প্রহর সময় ছোটে
    আঁধা চাঁদের নীচে,
তোমার হাতের মধুর পরশ
    আজো মনে বেঁচে l


অতন্দ্র তব দৃষ্টি খানি
    কালের কাঁটার পরে,
হেসে তুমি  ঝুঁকে থাকতে
    দেশের গুরু ভারে l


চোখে তোমার ব্যকুলতা
    অশ্রু আমার চোখে,
পাড়ি দিলে উড়িয়ে ধুলো
    আমায় একা রেখে l


কথা ছিল ছাড়বেনা হাত
    ওগো প্রিয়তম,
জীবন আজ অতল কালো
    ঠিক আঁধারসম l


হারিয়ে গেলে অনেক দূরে
    আঁধার রাতে খুঁজি,
তারা হয়ে কোন আকাশে
    রয়েছো  বিরাজি l


আসলো যেদিন তোমার দেহ
    তিনটি রঙে মুড়ে,
দেহে মম তব প্রেম
    তিলে তিলে বাড়ে l


ছড়িয়ে গেল পথের ধুলায়
    সাজানো স্বপ্ন যত,
সারবেনা আর কোনোদিন
    হৃদের গভীর ক্ষত l


যেকথা সেদিন হয়নি বলা
    লিখছি সাদা পাতায়,
কেমনে তার খবর দেবো
    খুঁজবো তোমায় কোথায় l


লিখছি আমি মা হয়েছি
    ঘর  ভরলো সোনায়,
মুখটা তার  চাঁদপানা
    বেঁধেছে আজ  মায়ায় l


পাখির বেসে দেখবে এসো
    কিংবা  রোদ্দুর,
ঝড়ের মাঝে ভেঙো দুয়ার
    কাটে ছন্দ সুর l
    
চিঠিখানি ভাসিয়ে দিলাম
    নীল জোছনার গায়,
পেয়ে যাবে ঠিক জানি
    স্মৃতির ব্যথা ধায়l


নিশি আঁধারে তোমার স্বর
    বুকে ক্ষণিক ভয়,
শুনছি তবু একটি ধ্বনি
    হিংসার  পরাজয় ll