যায় কে মা সমুখ পথে  
    বাঁশি গায় মধুর সুরে,
আবেশ ছড়ায় সারা অঙ্গে    
    কেন মন উচাটন করে
সুরে সুরে আকাশ ভরে        
    ডাকে রাধা নাম ধরে
বাঁশি সাথে হৃদয় কাঁদে        
    চোখ শধু  জলে ভরে...
ওমা তারে কেমনে দেখি  
    চোখ আমার আঁধার কালো,
তোমার চোখে দেখাবে মাগো  
    ও কালো রূপের আলো


মন কেন আজ বলে যায়          
    এসেছে বুঝি ঘরের দাওয়ায়!
আসার ধ্বনি শুনিতেযে পাই      
    ছড়ায় সুর হাওয়ায় হাওয়ায়!
আঁধার ঘর কেমনে সাজাবো  
    কোন দীপেগো আরতি করিবো!
ঐ চাঁদ মুখ কেমনতর      
    কোন ফুলেযে মুরতি ভরাবো


বলো তারে কেমনে সাধি    
    কি চাব নিজেরো লাগি?
বসেনা মন  কাজের লাগি    
    হবো আমি আজ গৃহত্যাগী!
সেকি আজি ধরা দেবে        
    শান্তি দেবে দহন মনে ?
শত জ্বালায় মন পুড়ে          
    আসবেকি আজি সুখ প্রাণে
বলে দাও মা কি হবো        
    রাধা হবো না বাঁশি হবো?
অবুঝ মন বোঝেনা কেনো    
    কেমনে তার চরণ পূজিবো
রাধা হলে বিরহে মরিব      
    দুখের সাগরে ভেসে যাবো
বাঁশি হলে অঙ্গে জড়াবো      
    সদাই আমি কাছেতে রবো
বিরহ তাপে শুকাতে শুকাতে
    কাষ্ঠ তবে হয়ে যাবো  
হৃদয় কাষ্ঠে বাঁশিখানি হয়ে  
    চিরকাল তার সঙ্গী হবো