নববর্ষের এই শুভ প্রেম লগনে
তোমায় দিলাম প্রিয়,একটি হিমেল রাত!
জোছনা ভেজা নদী,রাত জাগা দুটো পাখি,
আর এ উপহার…
কথাগুলোর ঢেউ আজো আছড়ে পরছে
মনের প্রতিটি কোণে!
তুমি আমায় বারণ করলে উপহারটা খুলতে।
বললে যখন আমি রবনা তোমার পাশে
তখন দেখো... এই ক্যানভাসে মোড়ানো প্রেম
আমার হৃদয়ের রঙে আঁকা…
কলেজের সিঁড়িতে তখন পাশে বসে তুমি!
আর হাতে ধরা তোমার দেওয়া ক্যানভাস।
বললাম আমি কি দেবো তোমায়…
বললে তোমার প্রভাতী সূর্যের হাসি দিও ক্ষণিক!
যা আবেশ ভরায় আমার রং আর তুলির টানে!


মাঝে অনেকগুলো বছর...
আবার সেই দিন, সেই ক্ষণ
সেই কুয়াশা মেখে কলেজের সিঁড়ি
আর আমার শোবার ঘরের  দেওয়ালে
আছে তোমার ক্যানভাস!
তাহাতে হীমেল রাতে কোনো প্রেম হাত ধরাধরি করে
মিলিয়ে যাচ্ছে দূরে সাদা জোছনায়,
বাড়িগুলোর উপর জমেছে
সাদা হিমের চাদর l
নিথর নীরবতার গ্রাসে মোড়ানো তখন পৃথিবী….


তুমি আর একবার আসবে প্রিয়
চেনা পথ ধরে এই পৃথিবীর নিচে
চেনা মানুষের ভিড়ে?
আমি অপেক্ষাতে আজও!


আজ আবার বসলাম সিঁড়িতে,  
আজ পাশে কয়েকটা ঝরা পাতা,
ঠিক যেন ঝরে পরা অতীত আমার পাশে...
কলেজে এখন নতুনের মুর্চ্ছনা!
নতুন গান... নতুন  ছন্দ!
আর আমি তাল কাটা সুর...
সবার মাঝে একেবারে বেমানান।
নতুনের সাথে আজ, সময় বলে গেল, চলে যাও অতীত!
তুমি ধূসর জড় প্রাণহীন!
তোমাকে হেথায় মানায় না যে...
শুধু কলেজের ওই বিবর্ণ সিঁড়িগুলো বলেছিলো,
কিছু কাল আবার নাহয় রেখে যাও এই বুকে!
আর আমার আবির রাঙা চোখ সত্যই রেখে গেলো,
কয়েক ফোঁটা নিরেট অশ্রু হারানো অতীতের বুকে।।