পথ চলছি হাজার বছর…
ক্লান্ত পথিক আমি,
শুধালেম আর কত দূর?
আরো কত পথ বাকি,
আরো কত কাল,
বলে দেবে মোর ঠিকানা কেহ?
কে দেবে উত্তর….
সবাই ফিরে গেল!


দিনান্তের লাল সূর্যটা মৃদু হেসে বলে গেল,
এগিয়ে চলো পথিক থেমে যেওনা!
দিগন্তের ওপারে
হাজার গোলাপ তব অপেক্ষায় রত!
তোমায় বরণ করে নেবে...
পথ বলে দেবে তারা সূর্য পাড়ার!
বলি এ দেহ মোর অবসন্ন...
আরো কতো পথ বাকি
বুঝি গোলাপের বরণ আর হলোনা!
আজোও চলেছি, শুধু অপেক্ষা!


সেদিন চাঁদের আলোয়
স্নাত হয়ে স্বপ্ন হয়ে গেলাম
হাজার তারারা এসে বলে গেল!
একদিন নতুন ভোর আসবে
আমায় রামধনু আলোয় মুড়িয়ে দেবে...
নতুন করে খুঁজে পাবো নিজ স্বত্ত্বা,
ভোরের পথ চেয়ে আজও চলেছি...
যে ভোর ঠিকানা দেবে নতুন আলোর,
অপেক্ষায়... রামধধনু আলোক!


সমুদ্রের নীল ঢেউ এসে
আমার বুকের ভিতর আঁছড়ে পড়লো!
বালির নীচে একটা ঝিনুক এসে বলে গেলো,
একদিন কেউ আসবে এজীবনে...
যে একমাত্র সত্য, স্রষ্টা...
পার করে দেবে এ দুর্গম পথ!
হাত ধরে সেই ঠিকানায় পৌঁছে দেবে নিজে,
অপেক্ষা…হাজার বছর!
অপেক্ষায় সূর্য পাড়া...