নতুন বছর তোমার ডালায়
    কি এনেছো দেখি?
প্রত্যাশা আর সুখের কুসুম!
    দুঃখ আছে নাকি?


অগ্নি স্নানের রুক্ষ ধরা
    চৌচির হয় ফেটে,
সবার দুঃখ যাক সমাধিতে
    আঁধার যাবে কেটে!


নতুন বাতাসে সীমান্তের পারে
    প্রহরী ভাই বসে,
ওদের চোখের রঙিন স্বপ্ন
    যাবে নাতো খসে?


পতঙ্গ সম গৃহের বধূ
    প্রতিদিন জ্বলে মরছে,
পণের ফাঁসেতে আটকে গিয়ে
    মরণ বরণ করছেl


রক্তে লাল হতে দিওনা
    মন্দির মসজিদের তোরণ!
সুখের বাতাস খেলবে সেথায়
    নাকি বিঁধবে মরণ?


বেলী চাঁপা পারিজাতরা
    ফুটবে নিজের মতন,
সুবাসে তাদের ভরবে বাতাস
    করো তাদের যতনl


মায়ানমারের করুণ কাহিনী
    ফিরবেনাতো আবার?
লজ্জিতওই ইতিহাস পাতা
    অসহায় বারবার!


সিরিয়ায় ওই ক্ষুদ্র শিশু
    ভবিষ্যত খুঁজে পাবে!
নাকি কুঁড়িতেই ঝড়ে পড়ে
    সকাল হারিয়ে যাবে!


প্রতিটি প্রান্তে অসহায় শিশুর
    কান্না বাজছে কানেl
ভবিষ্যতের কুড়ি শুকায় অকালে
    জল দাওগো প্রাণে!


প্রান্তর পারে সবুজ দ্রাঘিমাতে
    প্রতীক্ষার দুটি চোখ!
উড়ে আসবে সুখের দোয়েল
    ভুলাবে জমানো শোকl


মনের ভিতরে দ্বিধা দ্বন্দ
    অকারণ শুধু ঝরছে!
তবুও মন বরণ ডালায়
    নতুনকে আরতি করছেl


উড়াও নতুন বিজয় কেতন
     ধরার মাঝে এসেl
গুঁড়িয়ে দিয়ে হিংসার কালো
    যাও দিগন্তে ভেসেl


নতুন বাতাসে ধানের শিষ
    খুশিতে নাড়ে মাথাl
নতুন প্রভাত নতুন সূর্য
    নতুন হিসেব খাতাl


নিষ্পাপ ওই ধরার ধূলিতে
    শ্রদ্ধায়  মাথা রাখি,
নতুনের মাঝে জীবনের গানে
    নতুন আবির মাখিl