বসন্তের সুর ধ্বনি মনকে ভরায়।
ফুলের লাল গালিচা বিছান ধরায়।
আম্র মুকুল করেছে ভিড় মৌমাছিরা।
প্রজাপতিরা রঙিন ফুলে হচ্ছে হারা।
চুঁইয়ে পরা জোছনা ঐ পাতার গায়ে।
এলোমেলো ঐ বাতাস আজি মন ছায়ে।
কদম গাছে সাজানো ঝুলনা ঝুলছে।
কালো যমুনা খুশির ঢেউয়ে দুলছে।


বাঁশি শুনেই পাগল রাধা মনে প্রাণেl।
ছুটে আসে তাঁর লাগি আজ কোন টানে।
সুখের লাগি হৃদয় তলে বাজে বীনl।
চাঁদটা আজ গভীর প্রেমে বাক্যহীন।
ভক্ত ও ভগবানের বুঝি দেখা হবে।
বৃন্দাবন মিলনের তাই সাক্ষী রবে।