ঝরনা স্নেহের ধারা নামছে ধরায়।
পাহাড়ের বুকে বুঝি পুলক ভরায়।
চারিদিকে ঝরে পরে নূপুরের গান।
গিরি কন্যা ছুটে চলে ভেদিয়া পাষাণ।
পাহাড়ের সুখ নামে ধরণীর প্রাণে।
যৌবন ভরেছে তনু হৃদয়ের গানে।
দুধ সাদা রূপ নিয়ে উর্বসী সুন্দরী।
স্বর্গ হতে নেমে আসে যেন কোন পরী।


প্রাণহীন মাটি যেন সরসে ভরেছে।
ছোঁয়াচ লাগিয়ে তার সবুজে সেজেছে।
চাঁদ খানি ঝরে তার অপূর্ব শরীরে।
মিলে যায় দুই মন রাত্রির তিমিরে।
মানে নাতো কোনো বাঁধা দুর্জয় দুর্বার।
নেচে নেচে ছুটে যায় আনন্দে অপার।