সত্যি আজ ছেড়ে দিলাম মেজবউএর খোলস।
   করবোনা কোনো শর্তে সংসারেতে আপোষ।
সিন্ধুপার মোরে দিল নতুন এক দিশা।
  নতুন পরিচিতি সাথে, মনে লাল ঊষা।
মন আজ সাদা বিহঙ্গ মুক্ত ডানায়  উড়ে।
   মুক্তি পেয়ে নব আনন্দে নয়া খুশির ভিড়ে।
তুমি মোরে কোনোদিন খুঁজে ফিরো নাকো,
   বৃথা বুঝি মন কোণে স্মৃতি তুলে রাখো।
সংসারের চার দিশায় বাইশ সাল ধরে,
   অনন্তকাল বাঁধা ছিনু  শক্ত শিকল ডোরে।
সবটুকু তুচ্ছ আজ বৃথা অভিমান।
   কঠিন সংসারে আর নেই কোনো টান।


বসন্ত বায় জানালা দিয়ে ফিরতো কভু ঘরে,
   বলে যেত শিকল বাঁধন ছিঁড়ে ফেল ওড়ে...
সংসারের ভাঙা  চাকায় আজ পিষবোনা।
   আমি কোনোদিনো ভ্রান্ত ঘরে ফিরবোনা।
শত কথার চাবুকেতে আহত আর হবোনা।
   মেজবউএর মুখোশে আর আমি রবোনা।
কানে ওই আসে ভেসে, অসীম আহ্বান,
   সব বাঁধা তুচ্ছ করে প্রাণ দেব দান।
অসীম নীলাচল মাঝে তুলে দেবো পাল।
   বাইবো তরী শেষ ভাগে নিজ ইচ্ছার হাল।
আমি নারী আমি মহিয়সী নয় তুচ্ছ ভয়,
   বিশ্ব গড়ার মন্ত্র আছে  জুড়ে এ হৃদয়l
প্রতিদিন সুখ দুঃখর চক্র আর নাই l
   অনন্ত আকাশ,হেথামাটি দিলো নব ঠাঁই।।