পাখনা খুলে আয়রে শ্রাবণ ক্ষণিক ছুঁবি তুই,
   তৃষিত বুক চাইছে পরশ  আমিযে সাদা জুঁই...


নিশ্বাস মোর বাতাস ভরায় সাথে মায়াবী রাত,
   অঝোর কালো ধারার মাঝে দিবি মোরে সাথ।


শেষের বেলায় ভুমিতে লুটাই ছোট্ট জীবন মোর,
   ধুলোয় মাখা  হই কখনো  চাইযে প্রভুর দোর।


স্বপ্ন ঝরে এই দুচোখে দেবতা দেখি  দূরে,
   সেথায় আমি অঞ্জলিতে রইবো চরণ জুড়ে।


মন্দিরের ওই ঘণ্টা গুলো বাজবে ঢংঢং,
   জীবন মোর ধন্য হবে লাগবে হাজার রং!


আরতির সেই প্রদীপ শিখা মনের সাথে দুলবে,
   ভক্তি ঘেরা পাপড়িগুলো একে একে খুলবে।