চৌচির হয়েছে ফেটে, রৌদ্র তপ্ত ধরা,
দুশ্চিন্তা চাষীর চোখে, স্বপ্ন ভাঙে খরা।
প্রতীক্ষার দিনগুলি শেষ কভু হবে?
আকাশের পানে চায় বৃষ্টি ঝরে কবে!
মাতৃ স্নেহ দিয়ে ঢাকা মাটির চাদর!
ঘাম রক্ত উৎকণ্ঠায় নিয়ে আসে ভোর।
ক্ষুধার যোগান চাই, কাঁধে ন্যস্ত ভার,
কেমনে হবে পূরণ চিন্তা শুধু তার।


রোজ মোরা খাই সুখে, তার সৃষ্ট অন্ন।
বুঝিনাতো কত শ্রমে ক্ষয় তার জন্য।
কত রাত পাত করে, দিন কষ্টে রয়।
প্রতিটি শীষের ডগা তার কথা কয়।
এমন সমাজ বন্ধু আসে যদি পাশে,
দিও তার যোগ্য মান, প্রাণের হরষে।